সবাই জানেন, এখনো বিয়েই করেননি ঢালিউডের এই সময়ের ব্যস্ততম নায়িকা সাহারা। কিন্তু বিয়ে না করা এ নায়িকা নাকি এখন দিব্যি সংসার করছেন। আর ঢালিউডের এখন মুখরোচক খবর এইটাই।
ঢালিউডের বিভিন্ন সূত্র দাবি করেছে, সাহারা নাকি গোপনে প্রযোজক মনিরকে বিয়ে করেছেন। তার তার সঙ্গে গোপনে সংসারও পেতেছেন এ জনপ্রিয় নায়িকা। একসঙ্গে এক ফ্ল্যাটেও এখন থাকছেন তারা।
শোনা যাচ্ছে, মনির চান না সাহারা আর অভিনয়ে ফিরুক। এ নিয়ে সাহারাও নাকি তেমন কোনো দ্বিমত নেই। অভিনয়ের থেকে সংসারকে এখন তিনি বেশি ইনজয় করছেন।
এফডিসির একটি সূত্র জানায়, রাজু চৌধুরীর "তোকে ভালোবাসতেই হবে" ছবিটি শেষ করার পর আর নতুন কোন ছবিতে অভিনয় করবেন না তিনি। এমনই সিদ্ধান্ত নিয়েছেন হালের এই ব্যস্ত নায়িকা।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিয়ের কথা অস্বীকার করে সাহারা বলেছেন, এখনো তেমন কিছু হয়নি। হলে অবশ্যই জানাবো। আর শুভ কাজে মিষ্টি খাওয়াব না, সেটা কি হয়!
By Rana Ahmed
0 comments:
Post a Comment