বলিউডে অভিষেক হতে যাচ্ছে আরেক পর্ণতারকা ড্যানিয়েল ওয়েবারের। তিনি সাবেক পর্ণতারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের স্বামী। ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান পর্ণ অভিনেত্রী সানি লিওনের বলিউড অভিষেক ঘটে ‘জিসম টু' ছবির মাধ্যমে। এ ছবিতে অভিনয়ের আগে তিনি পরিচিত ছিলেন পর্ণতারকা হিসাবে। তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও একজন সাবেক পর্ণতারকা। সম্প্রতি সানি জানান, তাঁর স্বামীও হিন্দী ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন।
By Rana Ahmed
0 comments:
Post a Comment