Sunday, June 9, 2013

Blackmal By Rana Ahmed

বিনোদন ডেস্ক: বাঁধনহারা যৌবন, বারবারই পথ ভুলিয়ে বিপথে নিয়ে গেছে বহুজনকে। কারো শরীর ছুঁয়েছে স্বপ্নতারাকে, কারোরটা আবার অব্যক্তই রয়ে গেছে। তবু সর্বনেশে শরীরি খেলায় মেতেছে কতজনই? এমনই শরীর ছোঁওয়া সর্বনাশের গল্প নিয়েই টালিউডে এবার প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হয়েছে সূর্য সাহার নতুন ছবি ‘ব্ল্যাকমেল’।

সিনেমার গল্প প্রসঙ্গে সূর্য সাহা জানান, সৌরভ আর সায়ন্তিকার দাম্পত্যে আজ আর কোনও আঠা নেই। ঘুণ ধরেছে শরীর ছেয়ে মনেও। অন্যদিকে, নিমিশার ছলা-কলায় সৌরভের শরীর-মন আজ দুই-ই ভিজেছে; নতুন প্রমিথিউস তার মধ্যেই পেয়েছে আগুনের জ্বালাধরান আঁচ। এই সর্বনেশে প্রেম কি শেষমেষ ব্ল্যাকমেইল করবে সৌরভকে? এখন দেখা যাক সর্বনাশা
By Rana Ahmed

0 comments:

Post a Comment