বেশ দীর্ঘ সময় ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন অভিনেত্রী নিশা কোঠারি। মূলত পড়াশোনার কারণে দেশের বাইরে অবস্থান করায় নিশা অভিনয় ছেড়ে দূরে সরে ছিলেন। এ কারণে গত দুই বছরে তার অভিনীত নতুন কোন ছবি মুক্তি পায়নি বলিউডে।
তবে আগের শুটিং করা নিশা অভিনীত একটি তামিল ছবি নতুন বছরের প্রথম দিনেই মুক্তি পেতে যাচ্ছে। এদিকে নিশা কোঠারি পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন। বর্তমান সময়টা ভারতে ছুটির মুডেই কাটাচ্ছেন তিনি। তবে নতুন খবর হলো, খুব শিগগিরই আবারও বলিউডে ব্যস্ত হতে যাচ্ছেন নিশা। ইতিমধ্যে অজয় দেবগনের প্রোডাকশনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে অজয়ের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।
এদিকে এ ছবিতে একজন আধুনিক মেয়ের চরিত্রে নিশা অভিনয় করবেন, যে কিনা তার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ছবিতে বিয়ের আগেই নিশাকে মা হতে দেখা যাবে।
অন্যদিকে নিশা এখন পর্যন্ত যত ছবিতে কাজ করেছেন তার সবক’টিতেই ব্যাপক খোলামেলারূপে ক্যামেরাবন্দি হয়েছেন। এ ছবিতেও তেমনটাই দেখা যাবে। ছবিতে একটি সমুদ্র স্নানের দৃশ্যও রাখা হয়েছে যেখানে অনেকটা নগ্নভাবে ক্যামেরাবন্দি হবেন তিনি। নিজের অভিনয় ও ছবিতে চরিত্রটির ব্যাপারে সম্প্রতি নিশা কোঠারি মিডিয়াকে বলেন, আসলে প্রায় তিন বছর পর আবারও বলিউডে ফিরলাম।
এতোদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবো বলে বিষয়টি নিয়ে আমি বেশ উত্তেজিত। আর এ ছবিতে বরাবরের মতো হট নিশাকেই দর্শকরা খুঁজে পাবেন। তাছাড়া ছবিটির কাহিনীও বেশ চমৎকার। আশা করছি ছবিটির শুটিং ভালভাবেই সম্পন্ন করতে পারবো।
সমপ্রতি নিশা একটি নগ্ন ফটোশুটে অংশ নিয়েছেন। এখানে নামমাত্র পোশাকে একদমই খোলামেলাভাবে পোজ দিয়েছেন তিনি। নিজ উদ্যোগেই তিনি এমন ব্যক্তিগত ফটোশুট করেছেন। তবে এখনই ছবিগুলো প্রকাশের কোন ইচ্ছা ছিল না নিশার।
তার অজান্তেই সেই শুটের দুটি ছবি ইন্টারনেটে প্রকাশ পেয়ে গেছে। সাদা দুই টুকরো কাপড় পরা এ ছবিগুলো মুছে ফেলার জন্য গুগলের কাছে আবেদনও করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে বিব্রত নন নিশা। বরং বেশ রাগান্বিত।
এদিকে এই ছবি থেকে একটি ছবি আবার ভারতের একটি পত্রিকাতেও ছাপা হয়ে গেছে। এ বিষয়ে নিশা কোঠারি বলেন, ছবিগুলো আমি কেবল নিজের ব্যক্তিগত ইচ্ছার কারণে তুলেছি। এটি প্রকাশ পাওয়ার কথা না। কিন্তু কে বা কারা এ কাজটি করলো তা আমি বুঝতে পারছি না। তবে কাছের কেউই হবে। কারণ, অনেক গোপনীয়তা বজায় রেখেছিলাম ছবিগুলোর ব্যাপারে।
যাই হোক, এমন ছবি আমার অনুমতি ছাড়া মিডিয়ায় ছাপাও বোধহয় ঠিক না। বিষয়টি মেনে নিতে পারছি না। সবারই আরও সচেতন হওয়া উচিত।
By Rana Ahmed
0 comments:
Post a Comment