Monday, June 10, 2013

"দেব".....গায়ে বমি করে দিলো By Rana Ahmed






বিনোদন প্রতিবেদক: 'চাঁদের পাহাড়' শ্যুটিং করে ফিরলেন দেব। সেখানে ঘটে যাওয়া কিছু কাহিনি আমাদের জানালেন কমলেশ্বর। যেমন- '১৭দিন ছিলাম আমরা। দিন-রাতের আবহাওয়ার মারাত্মক পার্থক্য। মূলত, সাডওয়ালা কেভস, কালাহারি, পট লাক, ব্লাইড রিভার, পুমালাঙ্গা, সারাগোসা এরকম বিভিন্ন জায়গায় শুটিং করেছি। আফ্রিকা একই সঙ্গে ভয়ংকর এবং সুন্দর।'

এই রকম রোমাঞ্চকর কাহিনির পর কমলেশ্বর জানান-

 'ব্লাইড রিভার ক্যানিয়ন-এ শুটিং করার সময় আমরা ছ'জন ছিলাম র্যাফট-এ। এমনি সব ঠিকই ছিল। হঠাৎ দেখা গেল, জলে বুদবুদ উঠছে। কিছুক্ষণ পরেই বোঝা গেল, জলে থিকথিক করছে কুমির । একটা যদি ধাক্কা মারত, কী হত জানি না। একদিন আমরা জঙ্গলে রাস্তাও হারিয়ে ফেলেছি। আর পাইথনের সঙ্গে স্পটটাও মনে রাখার মতো! দেব প্রথমে একটু ভয় পাচ্ছিল। সেটা দেখে আমিই প্রথমে গলায় নিলাম পাইথনটাকে। তারপর দেব। পাইথন একটুক্ষণ দেবের গলায় থাকার পরই বমি করে ফ্যালে। দেখা গেল দেব-এর গায়ে পড়ল আস্ত ইঁদুর!'

 দেব অভিনীত  'মেঘে ঢাকা তারা' ছবিটি আর কয়েকদিন পর  মুক্তি পাবে।
By Rana Ahmed

0 comments:

Post a Comment