Monday, June 10, 2013

আমি গর্ভপাত ঘটিয়েছি By Rana Ahmed




বিনোদন ডেস্ক:  'আমাকে অনেক কষ্ট দেয়া হয়েছিলো, এজন্যেই বাধ্য হয়ে আমি গর্ভপাত ঘটিয়েছি’- উদ্ধার করা জিয়া খানের শেষ চিঠিতে এমনি করেই অভিমান ব্যক্ত করেছেন তিনি। অনেক অভিমান নিয়ে গত সোমবারে মুম্বাইতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান।

চিঠিতে জিয়া স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘তীব্র মানসিক ও শারীরিক নির্যাতনে আমি বাধ্য হয়ে গর্ভপাত ঘটিয়েছি। এরকম আচরণ আমি কখনোই তোমার কাছে প্রত্যাশা করিনি।’

প্রাথমিকভাবে জিয়ার আত্মহত্যার কারন হিসেবে দীর্ঘ দিন সিনেমার কাজ না পাওয়া থেকে সৃষ্ট হতাশাকে দায়ী করা হলেও, এটি মানতে নারাজ তার পরিবার।

জিয়ার পরিবার পুলিশের প্রাথমিক তদন্তে খুশি নন বলে তার মা রাবিয়া খান বলেন, আমার মেয়ে বাসায় কখনোই হতাশাগ্রস্থ থাকতো না।

গত শনিবারে জিয়ার লেখা ছয় পৃষ্ঠার এ চিঠিটি পুলিশের কাছে হস্তান্তর করেন রাবিয়া।

কিন্তু এ চিঠি উদ্ধারের পরে আত্মহত্যার রহস্য অনেটাই খোলাসা হতে শুরু করেছে। এ চিঠিতে জিয়ার অভিযোগের আঙ্গুল সরাসরি প্রেমিক সুরোজ পাঞ্চোলির দিকে।

জিয়ার বোন কবিতা পুলিশী তদন্ত এবং গণমাধ্যমের ভূমিকাকে নোংরা উল্লেখ করে বলেন, জিয়া সিনেমার কাজ নিয়ে কখনোই হতাশাগ্রস্থ ছিলো না। সে অনেক শক্ত প্রকৃতির মেয়ে ছিলো। বরং ইদানিং বেশ কিছু কাছের প্রস্তাব পাওয়ায় সে দারুণ খুশি ছিলো।

এখন শুধু অপেক্ষা চিঠির ফরেনসিক প্রতিবেদনের। ফরেনসিক প্রতিবেদনই সব রহস্য কিনারা করবে বলে আশা জিয়া ভক্তদের।

0 comments:

Post a Comment