Saturday, July 6, 2013
Friday, June 21, 2013
Sunday, June 16, 2013
সমুদ্র সৈকতে মিলেছে মৎস্য কন্যা! By Rana Ahmed
9:24:00 PM
No comments
মালয়শিয়ায় ঝড়ের পর পাওয়া গেল মৎস্য
কন্যার মৃতদেহ”, “জিম্বাবুয়েতে মৃত মৎস্য কন্যা”… পৃথিবীর নানান দেশের নাম
সহ নানান রকমের শিরোনাম নিয়ে হাজির হবে অসংখ্য ভিডিও। এমনকি একটা ভিডিও
আপনি এমনও দেখতে পাবেন, যেখানে কিনা কান পাতলেই শোনা যাবে চট্টগ্রামের
আঞ্চলিক ভাষা।
কিন্তু কি আছে সেই ভিডিওতে যে অসংখ্য মানুষ তা নিজেদের দাবী করে শেয়ার দিচ্ছে?
আছে এক মৎস্য কন্যার করুন মৃত্যুর কাহিনী। ঝড়ের কবলে পড়ে হয়তো প্রাণ হারিয়েছে সে, তারপর পানির তোড়ে ভেসে এসেছে তার মৃতদেহ, আর আটকে গেছে বালুকাবেলায়। রোদে পুড়ে পুড়ে হয়েছে শীর্ণকায় ক্রমশ, নোনা জল আর হাওয়ায় অনেকটাই যেন “মমি” হয়ে উঠেছে।
আছে এক মৎস্য কন্যার করুন মৃত্যুর কাহিনী। ঝড়ের কবলে পড়ে হয়তো প্রাণ হারিয়েছে সে, তারপর পানির তোড়ে ভেসে এসেছে তার মৃতদেহ, আর আটকে গেছে বালুকাবেলায়। রোদে পুড়ে পুড়ে হয়েছে শীর্ণকায় ক্রমশ, নোনা জল আর হাওয়ায় অনেকটাই যেন “মমি” হয়ে উঠেছে।
বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নিন নিজের চোখেই।
কি অদ্ভুত আর আশ্চর্য একটি ব্যাপার, তাই না?
অদ্ভুত আর অবাক করা ব্যাপার তো বটেই, তবে সেটি হলো শিল্পীর শৈল্পিক দক্ষতা। হ্যাঁ, প্রচ্ছদের ছবিতে ও ভিডিওতে যে মৎস্য কন্যাকে দেখতে পাচ্ছেন, সেটা আসলে একটি ভাস্কর্য। নাম- “নেরিনা”।
অদ্ভুত আর অবাক করা ব্যাপার তো বটেই, তবে সেটি হলো শিল্পীর শৈল্পিক দক্ষতা। হ্যাঁ, প্রচ্ছদের ছবিতে ও ভিডিওতে যে মৎস্য কন্যাকে দেখতে পাচ্ছেন, সেটা আসলে একটি ভাস্কর্য। নাম- “নেরিনা”।
এই নেরিনাকে তৈরি করেছেন যিনি, তার নাম
Juan Cabana. নেরিনা নামক এই ভাস্কর্যটি বিক্রি হয়েছিল ১০ হাজার ইউ এস
ডলারে। মেরিনার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তৈরি চমৎকার একটি ভিডিও এটি,
যা কিনা ভীষণ বাস্তব সম্মত। পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো লাখো মানুষ
সত্যিকারের মৎস্য কন্যার ভিডিও ভেবেই একে দেখছেন, শেয়ারও করছেন।
By Rana Ahmed
Thursday, June 13, 2013
অভিনেত্রী নোভার বিয়ে থাকছে তার সন্তানও By Rana Ahmed
4:25:00 AM
No comments
বাচ্চা পেটে নিয়ে নিজের বিবাহের অনুষ্ঠান করতে যাচ্ছেন অভিনেত্রী নোভা। বিদেশে এমন ঘটনা হরহামেশা ঘটলেও বাংলাদেশে এমন রেকর্ড এটিই প্রথম।
দীর্ঘদিন নিজেদের বিয়ের ঘটনা লুকিয়ে রাখলেও মা হতে যাওয়া নোভা শেষ পর্যন্ত নিজেদের বিয়ের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ২০১১ সালের ম্যাজিকডে ১১-১১-১১ তে নির্মাতা রায়হান খানকে পারিবারিকভাবেই বিয়ে করেন। ইতিমধ্যে আগামী জুলাইয়ের শেষের দিকে মা হচ্ছেন তিনি। আর তাই দেড় বছর পর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন তারা।
আগামী ১৪ জুন ধানমণ্ডির ফোর সিজনস রেস্টুরেন্টে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোভা ও রায়হান খানের নিকটত্নীয়রা। নোভা বললেন, 'দেড় বছর আগে বিয়ের পরই ইচ্ছে ছিল ঘটা করে অনুষ্ঠান করব। কিন্তু কিছুদিন পর আমার ভাই মারা যাওয়ায় তা হয়নি। এদিকে মা হতে চলেছি। এখন কাছের কয়েকজন মানুষকে নিয়েই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছি। সবাই দোয়া করবেন আমার সন্তান যেন সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। সংসার গুছিয়ে আবার অভিনয়ে ফিরব। '
ডাক্তারের পরামর্শে নোভা এখন পূর্ণ বিশ্রামে আছেন। আর তাই এখন কোনো নাটকের কাজও করছেন না। তার এই বিবাহউত্তর সংবর্ধনা নিয়ে চললে নানা আলোচনা-সমালোচনা।
By Rana Ahmed
Tuesday, June 11, 2013
সংসার পেতেছেন নায়িকা সাহারা! By Rana Ahmed
10:12:00 PM
No comments
সবাই জানেন, এখনো বিয়েই করেননি ঢালিউডের এই সময়ের ব্যস্ততম নায়িকা সাহারা। কিন্তু বিয়ে না করা এ নায়িকা নাকি এখন দিব্যি সংসার করছেন। আর ঢালিউডের এখন মুখরোচক খবর এইটাই।
ঢালিউডের বিভিন্ন সূত্র দাবি করেছে, সাহারা নাকি গোপনে প্রযোজক মনিরকে বিয়ে করেছেন। তার তার সঙ্গে গোপনে সংসারও পেতেছেন এ জনপ্রিয় নায়িকা। একসঙ্গে এক ফ্ল্যাটেও এখন থাকছেন তারা।
শোনা যাচ্ছে, মনির চান না সাহারা আর অভিনয়ে ফিরুক। এ নিয়ে সাহারাও নাকি তেমন কোনো দ্বিমত নেই। অভিনয়ের থেকে সংসারকে এখন তিনি বেশি ইনজয় করছেন।
এফডিসির একটি সূত্র জানায়, রাজু চৌধুরীর "তোকে ভালোবাসতেই হবে" ছবিটি শেষ করার পর আর নতুন কোন ছবিতে অভিনয় করবেন না তিনি। এমনই সিদ্ধান্ত নিয়েছেন হালের এই ব্যস্ত নায়িকা।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিয়ের কথা অস্বীকার করে সাহারা বলেছেন, এখনো তেমন কিছু হয়নি। হলে অবশ্যই জানাবো। আর শুভ কাজে মিষ্টি খাওয়াব না, সেটা কি হয়!
By Rana Ahmed
অশালীন মেলামেশার অপরাধে ৭২ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক By Rana Ahmed
7:26:00 AM
No comments
বগুড়ায় ওয়ান্ডারল্যান্ড পার্কে অশালীন মেলামেশার অপরাধে ৭২ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটকের পর আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে শহরের স্টেডিয়াম এলাকায় অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে বিশেষ অভিযান চালান।
By Rana Ahmed
৩২ ফুট মানব কঙ্কাল By Rana Ahmed
1:58:00 AM
No comments
সৌদি আরবের রব-উল-খালিতে (উন্মুক্ত প্রান্তর) প্রাপ্ত ১০ মিটার (৩১.৮০
ফুট) লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে
করছেন আলেমসমাজ।
২০০৪ সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি আরামকো
গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালটিসহ ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর
খোঁজ পায়। ওই আবিষ্কারের পরপরই সৌদি সামরিক বাহিনী স্থানটি ঘেরাও করে রাখে
এবং অনুমতি ছাড়া কাউকে সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
অবশ্য সৌদি সামরিকবাহিনী বিমান থেকে নেয়া ওই এলাকার কিছু ছবি প্রকাশ
করেছে। সৌদি আরবের আলেমরা জানিয়েছেন, ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ
জাতির ধ্বংসাবশেষ।
পবিত্র কুরআন এবং অন্যান্য সূত্রে বলা হয়েছে,
আদ জাতির লোকেরা ছিল খুবই লম্বা, বিশাল ও অত্যন্ত শক্তিশালী ছিল। তারা এত
শক্তিধর ছিল যে এক হাতেই বড় বড় বৃক্ষ উপড়ে ফেলতে পারত। বিশাল ওই কঙ্কালই
পবিত্র কুরআনের দেয়া তথ্যের প্রমাণ দিচ্ছে। আধুনিক ইতিহাসে যেখানে
দীর্ঘতম মানুষটির দৈর্ঘ পাওয়া যাচ্ছে ৯ ফুট (২.৭৪ মিটার)। তিনি
যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়াডলো (১৯১৮-১৯৪০)। সেখানে প্রায় ৩২ ফুট লম্বা
মানুষের কঙ্কাল পাওয়া নিশ্চিতভাবেই পবিত্র কুরআনের সত্যতার প্রমাণবাহী।
পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি (আল্লাহ) এত বিশাল আকৃতির মানুষ আর কখনও
পাঠাননি।
পবিত্র কুরআনের সূরা আ’রাফে বলা হয়েছে : ‘তোমরা স্মরণ
করো, যখন তোমাদের আদ জাতির পরে সর্দার করেছেন; তোমাদের পৃথিবীতে ঠিকানা
দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত খনন করে
প্রকোষ্ঠ নির্মাণ করো। তাই, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ
সৃষ্টি কোরো না।’
আর সূরা শু’আরায় তাদের আদ জাতির কারিগরি উন্নতি
ও সমৃদ্ধির বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘তাদের কাছে প্রেরিত নবী হুদকে
স্বীকার না করায় তাদের ধ্বংস করে দেয়া হয়েছে : নবীকে তারা মিথ্যাবাদী
বলতে লাগল এবং আমি তাদের নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন`
তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
সুবহানআল্লাহ।। এই নিদর্শন দেখতে পেয়ে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি।।
লেখাটি লাইক দিন এবং অনুগ্রহ করে যত বেশি পারা যায় শেয়ার করুন।। এটা করা আমাদের সকলের দায়িত্ব।
By Rana Ahmedসানি লিওনের স্বামী আরেক পর্নতারকা By Rana Ahmed
12:16:00 AM
No comments
বলিউডে অভিষেক হতে যাচ্ছে আরেক পর্ণতারকা ড্যানিয়েল ওয়েবারের। তিনি সাবেক পর্ণতারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের স্বামী। ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান পর্ণ অভিনেত্রী সানি লিওনের বলিউড অভিষেক ঘটে ‘জিসম টু' ছবির মাধ্যমে। এ ছবিতে অভিনয়ের আগে তিনি পরিচিত ছিলেন পর্ণতারকা হিসাবে। তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও একজন সাবেক পর্ণতারকা। সম্প্রতি সানি জানান, তাঁর স্বামীও হিন্দী ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন।
By Rana Ahmed
Monday, June 10, 2013
হট নিশা....By Rana Ahmed
8:45:00 PM
No comments
বেশ দীর্ঘ সময় ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন অভিনেত্রী নিশা কোঠারি। মূলত পড়াশোনার কারণে দেশের বাইরে অবস্থান করায় নিশা অভিনয় ছেড়ে দূরে সরে ছিলেন। এ কারণে গত দুই বছরে তার অভিনীত নতুন কোন ছবি মুক্তি পায়নি বলিউডে।
তবে আগের শুটিং করা নিশা অভিনীত একটি তামিল ছবি নতুন বছরের প্রথম দিনেই মুক্তি পেতে যাচ্ছে। এদিকে নিশা কোঠারি পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন। বর্তমান সময়টা ভারতে ছুটির মুডেই কাটাচ্ছেন তিনি। তবে নতুন খবর হলো, খুব শিগগিরই আবারও বলিউডে ব্যস্ত হতে যাচ্ছেন নিশা। ইতিমধ্যে অজয় দেবগনের প্রোডাকশনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে অজয়ের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।
এদিকে এ ছবিতে একজন আধুনিক মেয়ের চরিত্রে নিশা অভিনয় করবেন, যে কিনা তার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ছবিতে বিয়ের আগেই নিশাকে মা হতে দেখা যাবে।
অন্যদিকে নিশা এখন পর্যন্ত যত ছবিতে কাজ করেছেন তার সবক’টিতেই ব্যাপক খোলামেলারূপে ক্যামেরাবন্দি হয়েছেন। এ ছবিতেও তেমনটাই দেখা যাবে। ছবিতে একটি সমুদ্র স্নানের দৃশ্যও রাখা হয়েছে যেখানে অনেকটা নগ্নভাবে ক্যামেরাবন্দি হবেন তিনি। নিজের অভিনয় ও ছবিতে চরিত্রটির ব্যাপারে সম্প্রতি নিশা কোঠারি মিডিয়াকে বলেন, আসলে প্রায় তিন বছর পর আবারও বলিউডে ফিরলাম।
এতোদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবো বলে বিষয়টি নিয়ে আমি বেশ উত্তেজিত। আর এ ছবিতে বরাবরের মতো হট নিশাকেই দর্শকরা খুঁজে পাবেন। তাছাড়া ছবিটির কাহিনীও বেশ চমৎকার। আশা করছি ছবিটির শুটিং ভালভাবেই সম্পন্ন করতে পারবো।
সমপ্রতি নিশা একটি নগ্ন ফটোশুটে অংশ নিয়েছেন। এখানে নামমাত্র পোশাকে একদমই খোলামেলাভাবে পোজ দিয়েছেন তিনি। নিজ উদ্যোগেই তিনি এমন ব্যক্তিগত ফটোশুট করেছেন। তবে এখনই ছবিগুলো প্রকাশের কোন ইচ্ছা ছিল না নিশার।
তার অজান্তেই সেই শুটের দুটি ছবি ইন্টারনেটে প্রকাশ পেয়ে গেছে। সাদা দুই টুকরো কাপড় পরা এ ছবিগুলো মুছে ফেলার জন্য গুগলের কাছে আবেদনও করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে বিব্রত নন নিশা। বরং বেশ রাগান্বিত।
এদিকে এই ছবি থেকে একটি ছবি আবার ভারতের একটি পত্রিকাতেও ছাপা হয়ে গেছে। এ বিষয়ে নিশা কোঠারি বলেন, ছবিগুলো আমি কেবল নিজের ব্যক্তিগত ইচ্ছার কারণে তুলেছি। এটি প্রকাশ পাওয়ার কথা না। কিন্তু কে বা কারা এ কাজটি করলো তা আমি বুঝতে পারছি না। তবে কাছের কেউই হবে। কারণ, অনেক গোপনীয়তা বজায় রেখেছিলাম ছবিগুলোর ব্যাপারে।
যাই হোক, এমন ছবি আমার অনুমতি ছাড়া মিডিয়ায় ছাপাও বোধহয় ঠিক না। বিষয়টি মেনে নিতে পারছি না। সবারই আরও সচেতন হওয়া উচিত।
By Rana Ahmed
"দেব".....গায়ে বমি করে দিলো By Rana Ahmed
3:55:00 AM
No comments
বিনোদন প্রতিবেদক: 'চাঁদের পাহাড়' শ্যুটিং করে ফিরলেন দেব। সেখানে ঘটে যাওয়া কিছু কাহিনি আমাদের জানালেন কমলেশ্বর। যেমন- '১৭দিন ছিলাম আমরা। দিন-রাতের আবহাওয়ার মারাত্মক পার্থক্য। মূলত, সাডওয়ালা কেভস, কালাহারি, পট লাক, ব্লাইড রিভার, পুমালাঙ্গা, সারাগোসা এরকম বিভিন্ন জায়গায় শুটিং করেছি। আফ্রিকা একই সঙ্গে ভয়ংকর এবং সুন্দর।'
এই রকম রোমাঞ্চকর কাহিনির পর কমলেশ্বর জানান-
'ব্লাইড রিভার ক্যানিয়ন-এ শুটিং করার সময় আমরা ছ'জন ছিলাম র্যাফট-এ। এমনি সব ঠিকই ছিল। হঠাৎ দেখা গেল, জলে বুদবুদ উঠছে। কিছুক্ষণ পরেই বোঝা গেল, জলে থিকথিক করছে কুমির । একটা যদি ধাক্কা মারত, কী হত জানি না। একদিন আমরা জঙ্গলে রাস্তাও হারিয়ে ফেলেছি। আর পাইথনের সঙ্গে স্পটটাও মনে রাখার মতো! দেব প্রথমে একটু ভয় পাচ্ছিল। সেটা দেখে আমিই প্রথমে গলায় নিলাম পাইথনটাকে। তারপর দেব। পাইথন একটুক্ষণ দেবের গলায় থাকার পরই বমি করে ফ্যালে। দেখা গেল দেব-এর গায়ে পড়ল আস্ত ইঁদুর!'
দেব অভিনীত 'মেঘে ঢাকা তারা' ছবিটি আর কয়েকদিন পর মুক্তি পাবে।
By Rana Ahmed
আমি গর্ভপাত ঘটিয়েছি By Rana Ahmed
3:33:00 AM
No comments
বিনোদন ডেস্ক: 'আমাকে অনেক কষ্ট দেয়া হয়েছিলো, এজন্যেই বাধ্য হয়ে আমি গর্ভপাত ঘটিয়েছি’- উদ্ধার করা জিয়া খানের শেষ চিঠিতে এমনি করেই অভিমান ব্যক্ত করেছেন তিনি। অনেক অভিমান নিয়ে গত সোমবারে মুম্বাইতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান।
চিঠিতে জিয়া স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘তীব্র মানসিক ও শারীরিক নির্যাতনে আমি বাধ্য হয়ে গর্ভপাত ঘটিয়েছি। এরকম আচরণ আমি কখনোই তোমার কাছে প্রত্যাশা করিনি।’
প্রাথমিকভাবে জিয়ার আত্মহত্যার কারন হিসেবে দীর্ঘ দিন সিনেমার কাজ না পাওয়া থেকে সৃষ্ট হতাশাকে দায়ী করা হলেও, এটি মানতে নারাজ তার পরিবার।
জিয়ার পরিবার পুলিশের প্রাথমিক তদন্তে খুশি নন বলে তার মা রাবিয়া খান বলেন, আমার মেয়ে বাসায় কখনোই হতাশাগ্রস্থ থাকতো না।
গত শনিবারে জিয়ার লেখা ছয় পৃষ্ঠার এ চিঠিটি পুলিশের কাছে হস্তান্তর করেন রাবিয়া।
কিন্তু এ চিঠি উদ্ধারের পরে আত্মহত্যার রহস্য অনেটাই খোলাসা হতে শুরু করেছে। এ চিঠিতে জিয়ার অভিযোগের আঙ্গুল সরাসরি প্রেমিক সুরোজ পাঞ্চোলির দিকে।
জিয়ার বোন কবিতা পুলিশী তদন্ত এবং গণমাধ্যমের ভূমিকাকে নোংরা উল্লেখ করে বলেন, জিয়া সিনেমার কাজ নিয়ে কখনোই হতাশাগ্রস্থ ছিলো না। সে অনেক শক্ত প্রকৃতির মেয়ে ছিলো। বরং ইদানিং বেশ কিছু কাছের প্রস্তাব পাওয়ায় সে দারুণ খুশি ছিলো।
এখন শুধু অপেক্ষা চিঠির ফরেনসিক প্রতিবেদনের। ফরেনসিক প্রতিবেদনই সব রহস্য কিনারা করবে বলে আশা জিয়া ভক্তদের।
ফ্লেক্সিলোডের দোকানে পর্নো ভিডিও ক্লিপ্স By Rana Ahmed
12:17:00 AM
No comments
নিজস্ব
প্রতিবেদক, ঢাকা: পর্নোগ্রাফি পৌছে গেছে আপনার পাশের পানের দোকানটিতে।
অল্পটাকায় প্রতিদিন বিক্রি হচ্ছে পর্ন ভিডিও ক্লিপ। মাধ্যম মোবাইল ফোন। শহর
ছাড়িয়ে মফস্বলের অলিগলি ছেয়ে গেছে মোবাইল পর্নোগ্রাফিতে। সহজলভ্য হওয়ার
কারণে কিশোররাও হয়ে উঠছে এগুলোর ক্রেতা।
একটা সময়ে সাধারণত পেশাদার যৌনকর্মীরা অংশ নিতো পর্নোগ্রাফিতে। কিন্তু তেজগায়ের একটি দোকানে পাওয়া ১৩৭টি ভিডিও ক্লিপের অধিকাংশই নিম্ন আয়ের নারী-পুরুষের। গৃহকর্মি থেকে প্রেমিকা, স্কুল ছাত্রী, এমনকি স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত। কখনো নিজের অজান্তে গোপন ক্যামেরায়, কখনো ব্যক্তিগত মুহুর্তটিকে স্মরনীয় করে রাখতে স্বেচ্ছায় ক্যামেরাবন্দী হচ্ছে মোবাইলে।
ইন্ডিপেন্ডেন্ট টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েকটি হাত ঘুরে তা ছড়িয়ে পড়ে পাড়া মহল্লার অলিগলির মোবাইল ফ্লেক্সিলোডের দোকানে। তারপর তা ছড়িয়ে যায় এক হাত থেকে আরেক হাতে। দেশে বর্তমানে প্রায় তিন কোটি মোবাইল ব্যবহারকারী। যাদের অধিকাংশই কিশোর কিংবা তরুন।
নিম্ন আয়ের কর্মজীবি তরুন-তরুনীরা কিভাবে জীবন যাপন করছে, তাদের বিনোদনের কি ব্যবস্থা এসবের সন্ধান করে পাওয়া গেলো রাজধানীর একটি শিল্প এলাকায় গড়ে ওঠা এই ক্লাবটির।
পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষন, ক্রয়বিক্রয় নিষিদ্ধ করে রয়েছে আইন। কিন্তু নেই এর কোনো প্রয়োগ। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ব্যক্তিগত সীমা অতিক্রম না করা এবং সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
By Rana Ahmed
একটা সময়ে সাধারণত পেশাদার যৌনকর্মীরা অংশ নিতো পর্নোগ্রাফিতে। কিন্তু তেজগায়ের একটি দোকানে পাওয়া ১৩৭টি ভিডিও ক্লিপের অধিকাংশই নিম্ন আয়ের নারী-পুরুষের। গৃহকর্মি থেকে প্রেমিকা, স্কুল ছাত্রী, এমনকি স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত। কখনো নিজের অজান্তে গোপন ক্যামেরায়, কখনো ব্যক্তিগত মুহুর্তটিকে স্মরনীয় করে রাখতে স্বেচ্ছায় ক্যামেরাবন্দী হচ্ছে মোবাইলে।
ইন্ডিপেন্ডেন্ট টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েকটি হাত ঘুরে তা ছড়িয়ে পড়ে পাড়া মহল্লার অলিগলির মোবাইল ফ্লেক্সিলোডের দোকানে। তারপর তা ছড়িয়ে যায় এক হাত থেকে আরেক হাতে। দেশে বর্তমানে প্রায় তিন কোটি মোবাইল ব্যবহারকারী। যাদের অধিকাংশই কিশোর কিংবা তরুন।
নিম্ন আয়ের কর্মজীবি তরুন-তরুনীরা কিভাবে জীবন যাপন করছে, তাদের বিনোদনের কি ব্যবস্থা এসবের সন্ধান করে পাওয়া গেলো রাজধানীর একটি শিল্প এলাকায় গড়ে ওঠা এই ক্লাবটির।
পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষন, ক্রয়বিক্রয় নিষিদ্ধ করে রয়েছে আইন। কিন্তু নেই এর কোনো প্রয়োগ। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ব্যক্তিগত সীমা অতিক্রম না করা এবং সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
By Rana Ahmed
Sunday, June 9, 2013
Blackmal By Rana Ahmed
11:41:00 PM
No comments
বিনোদন ডেস্ক: বাঁধনহারা যৌবন, বারবারই পথ ভুলিয়ে বিপথে নিয়ে গেছে
বহুজনকে। কারো শরীর ছুঁয়েছে স্বপ্নতারাকে, কারোরটা আবার অব্যক্তই রয়ে
গেছে। তবু সর্বনেশে শরীরি খেলায় মেতেছে কতজনই? এমনই শরীর ছোঁওয়া
সর্বনাশের গল্প নিয়েই টালিউডে এবার প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হয়েছে
সূর্য সাহার নতুন ছবি ‘ব্ল্যাকমেল’।
সিনেমার গল্প প্রসঙ্গে সূর্য সাহা জানান, সৌরভ আর সায়ন্তিকার দাম্পত্যে আজ আর কোনও আঠা নেই। ঘুণ ধরেছে শরীর ছেয়ে মনেও। অন্যদিকে, নিমিশার ছলা-কলায় সৌরভের শরীর-মন আজ দুই-ই ভিজেছে; নতুন প্রমিথিউস তার মধ্যেই পেয়েছে আগুনের জ্বালাধরান আঁচ। এই সর্বনেশে প্রেম কি শেষমেষ ব্ল্যাকমেইল করবে সৌরভকে? এখন দেখা যাক সর্বনাশা
By Rana Ahmed
সিনেমার গল্প প্রসঙ্গে সূর্য সাহা জানান, সৌরভ আর সায়ন্তিকার দাম্পত্যে আজ আর কোনও আঠা নেই। ঘুণ ধরেছে শরীর ছেয়ে মনেও। অন্যদিকে, নিমিশার ছলা-কলায় সৌরভের শরীর-মন আজ দুই-ই ভিজেছে; নতুন প্রমিথিউস তার মধ্যেই পেয়েছে আগুনের জ্বালাধরান আঁচ। এই সর্বনেশে প্রেম কি শেষমেষ ব্ল্যাকমেইল করবে সৌরভকে? এখন দেখা যাক সর্বনাশা
By Rana Ahmed
এই সেই আরিফ by Rana Ahmed
11:20:00 PM
No comments
এই সেই আরিফ যার দাপটে বিপর্যস্ত ছিল সিলেটবাসী
পড়ুন , জানুন এবং রুখে দাঁড়ান জনগণ
সন্ত্রাসীরা কখনই একটি সুস্থ সমাজের জনপ্রতিনিধি হতে পারে না ।
by Rana Ahmed
Saturday, June 8, 2013
9:39:00 PM
No comments